
নিজস্ব প্রতিবেদক:
রবিবার ৯(মার্চ) বিকাল দুইটার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী পাহাড়ি এলাকা থেকে পুলিশ ও স্থানীয় জন সাধারণ মিলে অর্ধগলিত একটি লাশ উদ্ধার করা হয়। এই অর্ধগলিত নিহত যুবক আলী খালী এলাকার কালা চানের ছেলে ধারণা করা হয় স্থানীয় জনসাধারণ।
স্থানীয়রা জানায়,এক রাখাল গরু নিয়ে পাহাড়ের পাদদেশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধযুক্ত এক ব্যক্তির অর্ধগলিত মৃতদেহ দেখতে পায়। পরে এলাকার মানুষকে বিষয়টি জানালে লোকজন পুলিশে খবর দেয় এবং স্থানীয়রা পাহাড়ে গিয়ে লাশ সনাক্ত করে। পরে পুলিশ এসে রিদুয়ানের লাশ উদ্ধার করে।পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরধরে রিদুয়ানকে হত্যা করা হয়েছে। এঘটনার সঠিক বিচার দাবি করছেন রিদুয়ানের পরিবার।এই বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন,পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং তদন্তের বিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।