টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়ার রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন ন্যাচার পার্ক এলাকার একটি পুকুরে যৌথ অভিযান চালায় কোস্টগার্ড ও পুলিশ। শনিবার (৩১ মে) ভোরে চালানো এ অভিযানে ডুবন্ত অবস্থায় একটি বস্তা উদ্ধার করা হয়।
বস্তাটি তল্লাশির পর পাওয়া যায় ১০টি হ্যান্ড গ্রেনেড, ১০টি হ্যান্ড গ্রেনেডের ডেটোনেটর, ২৭ রাউন্ড রাইফেলের গুলি, ২ রাউন্ড পিস্তলের গুলি এবং ২ লিটার দেশীয় বাংলা মদ। পুকুরের পাড়ে ছড়িয়ে থাকা অবস্থায় এসব বিস্ফোরক ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
অভিযানের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বিস্ফোরক পাচারকারীরা। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানানো হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, জব্দকৃত বিস্ফোরক ও মাদকদ্রব্যের আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। আইনশৃঙ্খলা রক্ষায় ২৪ ঘণ্টা কোস্টগার্ডের টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে পাচাররোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চালানো হবে বলে তিনি জানান