
টাঙ্গাইলের কালিহাতীতে যুবককে কুপিয়ে হত্যা
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রামপুর কুকরাইল গ্রামে রায়হান (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৫ মে) সকালে বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত রায়হানের বাবা বাদল মিয়া জানান, ভোর ৪টার দিকে মুন্না নামের একজন তাকে খবর দিতে আসে এবং বলে, “আপনার ছেলেকে মেরে ফেলা হয়েছে।” খবর পেয়ে তিনি আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে কুকরাইল গ্রামের একটি পুকুরে রক্তাক্ত অবস্থায় ছেলের মরদেহ দেখতে পান।
রায়হানের স্ত্রী জানান, রাত ২টার দিকে রায়হান ফোন করে মুড়ি-ভর্তা খাওয়ার জন্য পেঁয়াজ ও মরিচ কেটে রাখতে বলেন। কিছুক্ষণ পর তিনি বাড়িতে এসে সেগুলো নিয়ে যান। সে সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন এবং তার সঙ্গে আরও একজন অচেনা লোক ছিল।
এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় রায়হানের মরদেহ উদ্ধার করা হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা তদন্তের পর জানা যাবে। নিহত রায়হানের বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
উল্লেখ্য, রায়হান নিয়মিত মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তিনি বহুল আলোচিত রামপুরের সলিট হত্যা মামলার প্রধান আসামিও ছিলেন।
শরিফুল ইসলাম
টাঙ্গাইল
মোবাইল: ০১৭৫৪০৫২৫২৭
৫. ০৫.২০২৫