
ঝিনাইদহে চেক জালিয়াতির দুই মামলায় এক নারীর কারাদণ্ড
২৮শে জুন ২০২৫
ঝিনাইদহে চেক জালিয়াতির অভিযোগে দায়ের করা দুটি মামলায় ফিরোজা বেগম জলি নামের এক নারীকে পৃথকভাবে একাধিক কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।
মামলার বাদী শহীদুজ্জামান খোকন, সাং–আরাপপুর, ঝিনাইদহ। তিনি ফিরোজা বেগম জলির বিরুদ্ধে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুটি মামলা দায়ের করেন। আসামি ফিরোজা বেগম জলি, স্বামী এম আনোয়ার হোসাইন, সাং–কালিকাপুর বটতলা, সুরাট, ঝিনাইদহ।
প্রথম মামলার নম্বর ৪১/১৯, সিআর ৩৬৯/। এ মামলায় বিচারক যুগ্ম সেশন জজ–২ মোহাম্মদ মাসুদ আলী উভয় পক্ষের দাখিলকৃত কাগজপত্র পর্যালোচনা করে ফিরোজা বেগম জলিকে দোষী সাব্যস্ত করেন। তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়, যা বাংলাদেশ দণ্ডবিধির ১৩৮ ধারার আওতায়।
দ্বিতীয় মামলার নম্বর ৫৩৪/১৮, সিআর ১৩৮৭/১৭। একই ধারায় এ মামলাতেও তাকে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
আদালত থেকে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও তিনি এখনও পলাতক রয়েছেন।