
ঝিনাইদহে ইসলাম ধর্ম অবমাননাকর পোস্ট দেওয়াই গুরুজি জ্যোতিষ সাঈদী নামে একজন গ্রেফতার
এম এ সাঈদ ওরফে গুরুজি জ্যোতিষ সাঈদ (৬৭)’কে গ্রেফতার করেছে ঝিনাইদহ ডিবি-। ফেসবুকে jotish syeed’ প্রোফাইল থেকে ইসলাম ধর্ম অবমাননাকর পোস্ট দেওয়ায় সোমবার ঝিনাইদহ শহরের পাগলাকানাই সাদাতীয়া মসজিদের ইমাম মুফতি ইসমাইল হোসেন বেলালী ঝিনাইদহ সদর থানায় বাদি হয়ে মামলা করেন। মামলার প্রেক্ষিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ঢাকার সাভারের জামসিং এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
উল্লেখ্যঃ গত ৩ তারিখ জ্যোতিষ গুরুজি সাঈদকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করে সাদাতীয়া মসজিদের মুসল্লিরা। পাগলাকানাই সড়কের বিউটি সুপার মার্কেটে অবস্থিত তার কার্যালয়ে আ*গুন দেয় ও আসবাব পত্র ভাংচুর করে বিক্ষুব্ধরা।