জামালপুরের ইসলামপুরে ৯ বছরের শিশুকে কলাবাগানে ধর্ষণ , বৃদ্ধ আটক
জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের ফুলকার চর নামাপাড়া গ্রামে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মরিচক্ষেত থেকে ডেকে নিয়ে গিয়ে পাশের কলাবাগানে রেশমি নামে শিশুকে ধর্ষণ করে (৬০) বছর বয়সী টাকি মিয়া।
শিশুটি গুরুতর অসুস্থ অবস্থায় জামালপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছে। ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, অভিযুক্ত টাকি মিয়াকে আটক করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, এবং শিশুটির পরিবারের সদস্যরা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।