জাতীয় মাদকবিরোধী অভিযানে চকরিয়ায় ১০ জন গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড
কক্সবাজারের চকরিয়া পৌরসভার পুকপুকুরিয়া এলাকায় পরিচালিত মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযানে ইয়াবা সেবনের সময় ১০ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) রাতে অভিযান পরিচালনা করেন চকরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপায়ন দেব।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় তাৎক্ষণিক মোবাইল কোর্টে অভিযুক্তদের মধ্যে মো. সেলিম (৪৫)-কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বাকিদের মধ্যে মো. রুবেল (২১), মো. রাজিব (২৩), মো. সাকিব (২১), নেজাম উদ্দিন (৩২), মো. বাদশা (৩২), মো. আকাশ (২৫), জসীম উদ্দিন (৪২), কামাল উদ্দিন (৬০) ও মো. বাবুল (২১)-কে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়।
চকরিয়া থানা পুলিশের সার্বিক সহযোগিতায় পরিচালিত এ অভিযানে দণ্ডপ্রাপ্তদের পুলিশ হেফাজতে নিয়ে পরবর্তী প্রক্রিয়ায় কারাগারে পাঠানো হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপায়ন দেব জানান, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আওতায় আমরা নিয়মিতভাবে এমন অভিযান পরিচালনা করছি। সমাজকে মাদকমুক্ত রাখতে প্রশাসনের এ কার্যক্রম অব্যাহত থাকবে।”
প্রশাসনের এই উদ্যোগে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।