
আলমসাধু থেকে মাছ ছিনতাইয়ের ঘটনায় পাঁজিয়ার রানা গ্রেফতার।
কেশবপুর উপজেলার সুফলাকাটি এলাকায় রাজুর ভাসমান কপি হাউজের সামনে থেকে আলমসাধু থেকে মাছ ছিনতাইয়ের ঘটনায় রানা (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে পাঁজিয়া ইউনিয়ন এর হদ গ্রামের ৯ নং ওয়ার্ড BNP এর সভাপতি নিজাম উদ্দিন বিশ্বাসের ছেলে। এ ঘটনায় মৎস্য ঘের ব্যবসায়ী মনোহরনগর গ্রামের ভবেন্দ্রনাথ মন্ডল বাদী হয়ে হদ গ্রামের রানা, শামীম, বায়োজিদ, হাসানুর গাজী ও নাহিদ ইসলামের নাম উল্লেখ করাসহ অজ্ঞাতনামা আরো ৩/৪ জনের বিরুদ্ধে কেশবপুর থানায় একটি মামলা করেছেন। যার মামলা নং-১১।