ছাত্রদল নেতা পলাশের ভিডিও ভাইরাল: আলোচনা-সমালোচনায় উত্তাল সুবর্ণচর
নোয়াখালীর সুবর্ণচরের সৈকত সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক শফিকুল ইসলাম পলাশের এক নারীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ২৬ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ছাত্রদল এবং স্থানীয় মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। অনেকে অভিযোগ করেছেন, পলাশ স্কাউট পরিচয়ে কলেজে নানা অপকর্মে লিপ্ত ছিলেন। ফেসবুকে কয়েকজন ব্যবহারকারী পলাশের বিরুদ্ধে মাদক, ইভটিজিং এবং হোটেল-রেস্তোরাঁয় মেয়েদের নিয়ে অপকর্মের অভিযোগও তুলেছেন।
এদিকে ২৩ মার্চ ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক সৈকত কলেজসহ ৩৬টি প্রতিষ্ঠানে কমিটি অনুমোদন দেন, যেখানে পলাশকে আহ্বায়ক করা হয়।
ভাইরাল ভিডিওটি ২০২১ সালের বলে দাবি করে পলাশ জানান, তাকে বিতর্কিত করতে একটি চক্র ভিডিওটি কেন্দ্রীয় নেতাদের পাঠিয়েছে। তিনি ফেসবুক লাইভে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন এবং চরজব্বার থানায় সাধারণ ডায়েরিও করেছেন।
চরজব্বার থানার ওসি শাহীন মিয়া বিষয়টি তদন্তাধীন বলে জানিয়েছেন।
এই ঘটনার প্রেক্ষিতে নতুন কমিটির ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে।