চট্টগ্রামে মোবাইল চোরচক্রের গোপন কারখানায় ডিবি পুলিশের অভিযান, ৩৪২টি ফোনসহ গ্রেপ্তার ৫
চট্টগ্রাম মহানগরীতে মোবাইল চোরচক্রের গোপন আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই মোবাইল ফোন, ল্যাপটপ ও নগদ টাকাসহ পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে নগরীর কোতোয়ালী থানার নন্দনকানন হরিশ দত্ত লেইন এলাকার একটি ভাড়া বাসায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. তানভির হাসনাইন (৩২), সোহেল উদ্দিন (৩২), মো. রুবেল ওরফে চাকমা রুবেল (৩৬), মো. মোহাম্মদ হোসাইন (২২) ও আবদুল্লাহ আল মামুন (২৭)।
অভিযানে তাদের কাছ থেকে ৩৪২টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, ছয়টি ল্যাপটপ এবং মোটা অঙ্কের নগদ অর্থ জব্দ করা হয়েছে।
নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (পশ্চিম) মোহাম্মদ মাহবুব আলম খান গণমাধ্যমকে জানান, এই চক্রটি রাজধানী ও বিভিন্ন জেলা শহর থেকে চুরি ও ছিনতাইয়ের মাধ্যমে মোবাইল ফোন সংগ্রহ করত। এরপর চট্টগ্রামে আনা মোবাইল ফোনগুলোর আইএমইআই নম্বর পরিবর্তন করে নতুন করে মোড়কজাত করা হতো।
তিনি আরও জানান, এই মোবাইলগুলো পরবর্তীতে দেশের বিভিন্ন জেলা ও রোহিঙ্গা ক্যাম্প ছাড়াও সীমান্ত পেরিয়ে মিয়ানমার, ভারত ও নেপাল পর্যন্ত পাচার করা হতো।
ডিসি মাহবুব বলেন, “এই চক্রের মূল কাজ ছিল প্রযুক্তির অপব্যবহার করে চোরাই পণ্যের বৈধতা তৈরি। তারা এমনভাবে আইএমইআই পরিবর্তন করত যেন তা সহজে শনাক্ত করা না যায়। মোবাইলের পাশাপাশি তারা ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেটও একই কৌশলে রিফারবিশড করে বাজারজাত করত।”
তিনি আরও বলেন, “এই চক্রের সঙ্গে দেশের বিভিন্ন স্থানের অসাধু ব্যক্তিদের সম্পৃক্ততা রয়েছে, যারা এসব পণ্যের বাজার তৈরি করত এবং পরিবহনে সহায়তা করত।”
পুলিশ