
চকরিয়া-পেকুয়ার সাবেক সংসদ সদস্য জাফর আলমকে ৭ মামলায় ১৮ দিনের রিমান্ডে বিক্ষোভ।
কক্সবাজারের চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমের বিরুদ্ধে হত্যাসহ সাতটি মামলায় বিভিন্ন মেয়াদে ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বুধবার সকালে তাকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে আদালতের বিচারক আনোয়ারুল কবির পুলিশের আবেদনের প্রেক্ষিতে এই রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) গোলাম সরওয়ার
আওয়ামী লীগের নেতা জামাল এর নেতৃত্বে জাফর আলমের মুক্তি চেয়ে একটি জমকালো মিছিল বের হয়ে চকরিয়া উপজেলা শহরের বিভিন্ন আলিগলিতি মিছিল করে আওয়ামী লীগের বিভিন্ন সংঠনের নেতা কর্মিরা।
অপরদিকে বিএনপি কক্সবাজার জেলা সহ সভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপির আহবায়ক এনামুহক এর নেতৃত্বাধীন বিশাল মিছিল বের হয় সাবেক এমপি জাফরের ফাঁসি দাবিতে চকরিয়া উপজেলা বিভিন্ন স্হানে প্রতিবাদ মিছিল হয়ে উপজেলা সামনে শেষ হয়।
এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় সকাল ৯ টায় আদালতে তোলা হয় জাফরকে। এসময় সেখানে কোন বিশৃঙ্খলা তৈরি হয়নি। পরে তাকে কক্সবাজার কারাগারে নেওয়া হয়।
এদিকে সাবেক সংসদ সদস্য জাফরের মুক্তির দাবিতে চকরিয়া আদালত চত্বরের সামনের সড়কের মগবাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জামাল