গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য অধিদপ্তরের যৌথ অভিযানে মাদকসেবনরত অবস্থায় আটক-৫
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী সংলগ্ন পোড়াভিটা নামক স্থান থেকে নেশাদ্রব্য মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে ৫ জন মাদকসেবনকারীকে আটক করেছে উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট মো. নাহিদুর রহমান।
বুধবার (৭ মে) দিনগত রাতে যৌনপল্লীর পোড়াভিটা নামক স্থান থেকে মাদকসেবনরত অবস্থায় উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য অধিদপ্তরের যৌথ অভিযানে তাদেরকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে ২ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান জানান, দৌলতদিয়া পোড়াভিটা নামক স্থান থেকে মাদকসেবন অবস্থায় তাদের গ্রেফতার করা হয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ধারা অনুযায়ী প্রত্যেককে ২ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।