
গোয়ালন্দে দুই পুরিয়া গাজাসহ একজন মাদক সেবনকারী গ্রেফতার
রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশের নিয়মিত অভিযানে দুই পুরিয়া গাজাসহ একজন মাদক সেবনকারীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন, রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার দেওয়ান পাড়া গ্রামের মৃত ইয়ার আরী শেখের ছেলে মঞ্জু শেখ (৫৫)।থানা পুলিশ সূত্রে জানা যায়, ১৩ জুলাই রবিবার সকাল ৭ ঘটিকার দিকে গোয়ালন্দ বাস স্ট্যান্ড যাত্রী ছাউনির সামনে হতে তাকে দুই পুরিয়া গাজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদক সেবনকারীকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা অনাদায়ে ৩ দিনের কারাদণ্ড প্রদান করেন।