
গোয়ালন্দে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
রাজবাড়ীর গোয়ালন্দে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ জুন) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান।
আলোচক হিসেবে প্রেজেন্টেশন উপস্থাপন করেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. মারুফ হাসান।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ তামাক বিরোধী জোটের সদস্য ও ডাস বাংলাদেশের নির্বাহী পরিচালক অধ্যাপক আমিরুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. শাহাদত হোসেন।
প্রশিক্ষণ কর্মশালায় গোয়ালন্দ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিনের সঞ্চালনায় উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।