
গোয়ালন্দে আয়েশা আলী নেওয়াজ মহিলা মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ইসলামের আলোকে ধর্মীয় শিক্ষার বিস্তার ঘটাতে আয়েশা আলী নেওয়াজ মহিলা মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৫ জুলাই) দুপুর ২ টার দিকে চর দৌলতদিয়া হামিদ মৃধার হাট রহমত প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় এ মহিলা মাদ্রাসা ও এতিমখানা উদ্বোধন করা হয়।
আয়েশা আলী নেওয়াজ মহিলা মাদ্রাসা ও এতিমখানার সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোঃ আলী নেওয়াজ মোল্লা এবং আয়েশা আলী নেওয়াজ মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতী মো. জাহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সূরা সদস্য ও রাজবাড়ী জেলা শাখার আমির এ্যাড. মো. নুরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জায়ামাতে ইসলামী গোয়ালন্দ উপজেলা শাখার সেক্রেটারি , অ্যাডভোকেট মোশাররফ হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়ালন্দ পৌর শাখার আমির মো. জালাল উদ্দিন প্রামানিক, জায়ামাতে ইসলামী গোয়ালন্দ পৌর শাখার সাংগঠনিক সম্পাদক মেহেদুল হাসান আক্কাস, জায়ামাতে ইসলামী দৌলতদিয়া ইউনিয়ন শাখার আমির, মোঃ আনোয়ার শেখ, জায়ামাতে ইসলামী দৌলতদিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আবু সাঈদ সোহাগ, আদর্শ শিক্ষা ফেডারেশন উপজেলা শাখার সভাপতি, মোঃ আব্বাস আলী, উপজেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ হারুন বেপারী প্রমুখ।
এ সময় দোয়া পরিচালনা করেন, হাফেজ মাওলানা জামিল রহমান ফরিদী।