
গোয়ালন্দের দৌলতদিয়ায় ৩৭২ জন যৌনকর্মীদের এককালীন আর্থিক সহায়তা প্রদান
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর ৩৭২ জন অসহায় যৌনকর্মীর মাঝে এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সহায়তা বাবদ এদিন প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৩৭ লক্ষ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা ১২ টার সময় দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মাঠে সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক সংহতি সংস্থার সহায়তায় অবহেলিত মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার আয়োজনে এ চেক বিতরণ অনুষ্ঠিত হয়। দৌলতদিয়া গণস্বাস্থ্যে কেন্দ্রের সদ্য বিদায়ী মাঠ সংগঠক মো. সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় অবহেলিত মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার সভানেত্রী ফরিদা পারভীনের সভাপত্বিতে অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন ঢাকা, সাভার গণস্বাস্থ্যে কেন্দের সহকারি নির্বাহী পরিচালক ডা. মাহজাবিন চৌধুরী, ঢাকা, নারী পক্ষের প্রকল্প ব্যবস্থাপক ফাবলিহা আক্তার, বঞ্চিত সংস্থা যশোরের নিবার্হী পরিচালক নুর নাহার রানু, সাভার গণস্বাস্থ্য কেন্দ্রের হিসাবরক্ষক শুভ বশাক, পায়াক্ট বাংলাদেশ সংস্থার ম্যানেজার মো. মজিবুর রহমান খান জুয়েল, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ম্যানেজার মো. জুলফিকার আলী , কেকেএস সেফ হোমের ম্যানেজার মো. শাহাদৎ হোসেন, পায়াক্ট বাংলাদেশ সংস্থার ম্যানেজার (শিক্ষা) শেখ রাজীব, গোয়ালন্দ সাংবাদিক ফোরামের যুগ্ম আহবায়ক ও যুগান্তর পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি শামীম শেখ, সদস্য সচিব ও ইনকিলাব পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি মো. মোজাম্মেল হক লাল্টুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের মত যৌনকর্মীরাও মানুষ। তারাও রাষ্ট্রের সুরক্ষার অধিকার রাখেন। তাদের আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।উল্লেখ্য, এ ধরনের সহায়তা সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রতিবছর নির্দিষ্ট তালিকা অনুযায়ী প্রদানের উদ্যোগ নেওয়া হয়। বক্তারা আরও বলেন, এবছর দেশে বিভিন্ন যৌনপল্লীর প্রায় দুই হাজারের অধিক যৌনকর্মীদের মধ্যে এ সহায়তা প্রদান করা হচ্ছে।