গোপালগঞ্জে কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ সমাবেশ
গোপালগঞ্জে কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এর আয়োজন করে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বান আরিফুল আদীব বলেন, গণঅভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। জুলাই সনদের সুরক্ষার জন্য গণভোটের আয়োজন করতে হবে।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে কিছু আওয়ামী বুদ্ধিজীবীরা গণআন্দোলন কিংবা সরকার পরিবর্তন হিসেবে ট্যাগ দিচ্ছে। গোপালগঞ্জে গণঅভ্যুত্থানের নেতাদের হামলার পেছনেও তারা এক ধরনের মদদ দিচ্ছে। তারা বলছেন, এনসিপি জুলাই পদযাত্রাকে ‘মার্চ টু গোপালগঞ্জ’ বলে উস্কানি দিয়েছে। এদেশের প্রতিটি স্থানে সভা–সমাবেশ করা যেকোনো রাজনৈতিক দলের সাংবিধানিক অধিকার। সেটা যে নামেই হোক কেন। এই নামের কারণে আওয়ামী লীগের পক্ষে মত উৎপাদন করছেন, তারা এই হামলার উস্কানিদাতা।
এনসিপির ঢাকা মহানগর উত্তরের দপ্তর সমন্বয়কারী এম এম শোয়াইবের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের প্রধান সমন্বয়কারী মো. নিজাম উদ্দিন, এনসিপির ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সমন্বয়কারী মোস্তাক আহমেদ শিশিরসহ রাজধানীর বিভিন্ন থানার সংগঠক।
সমাবেশে এনসিপির নেতারা বলেন, জুলাই আন্দোলনে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর যেভাবে হামলা হয়েছে, একইভাবে হামলা গোপালগঞ্জে হয়েছে। গোপালগঞ্জে প্রশাসন নির্লিপ্ততা দেখিয়েছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ ফ্যাসিবাদের দোসরদের গোপালগঞ্জ থেকে উৎখাত না হওয়া পর্যন্ত আমাদের যুদ্ধ চলবে।