
আজ ভোরে ৪:৩০ মিনিটের সময় টেকনাফ হোয়াইক্যাং মিনাবাজার এলাকায় মরহুম হাজী আব্দুল মোনাফ মেম্বারের ছোট ছেলে শাহ আজিজুর রহমান মামুনের গাড়ির গ্যারেজে আগুন ধরে।উক্ত গ্যারেজে কোন বিদ্যুৎ লাইন ছিল না। আগুনের সুত্রপাত হওয়ার কোন সম্ভাবনা নেই বললেই চলে।
কিন্তু এটা স্বাভাবিক আগুন নই পরিকল্পিত ভাবে পুর্ব শত্রুতার জের ধরে একদল লোক এ আগুন দিয়েছে বল এলাকাবাসীর ধারণা। এতে ঐ গ্যারেজে একটি নোহা গাড়ি এবং দেড় হাজার তারা চন। উক্ত গ্যারেজ ও পুড়িয়ে ছাই হয়ে যায় প্রায় ৩০/৪০ লক্ষ টাকার ক্ষতি হয়ে যায়।এলাকাবাসীর একটায় দাবী এই অপরাধীকে সুষ্ঠ তদন্তের ভিত্তিতে সনাক্ত করে আইনের আওতায় আনা।