
কোনো দলের সঙ্গে জোটবদ্ধ হচ্ছে না গণঅধিকার পরিষদ: নুর
গণঅধিকার পরিষদ আসন্ন সংসদ নির্বাচনে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হচ্ছে না বলে জানিয়েছেন দলটির সভাপতি নুরুল হক নুর।তিনি বলেন, ‘হয়তো আমাদের অনেক বক্তব্য বিএনপি, জামায়াত, চরমোনাইয়ের পক্ষে গেছে। সে ক্ষেত্রে অনেকে হয়তো মনে করেছেন, আমাদের সঙ্গে বোধ হয় বিএনপির জোট হয়েছে, সমঝোতা হয়েছে। ইসলামী আন্দোলন আর জামায়াতের অনুষ্ঠানে বক্তব্য দিলে মনে করেন, তাদের সঙ্গে জোট হয়ে গেছে। কিন্তু আমরা তো বলিনি, আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করব না।’
রোববার চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই স্মৃতি হলে ‘গণ-অভ্যুত্থানের জনআকাঙ্ক্ষা ও রাষ্ট্র সংস্কার’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে গণঅধিকারের চট্টগ্রাম মহানগর শাখা।নুর বলেন,‘আওয়ামী লীগ আমল থেকে বিএনপি-জামায়াতসহ সরকারবিরোধী দলগুলোর সঙ্গে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রাম করেছি। আমাদের লক্ষ্য ছিল এক, ফ্যাসিবাদের পতন। ফ্যাসিবাদের পতনের পর আমরা যার যার রাজনৈতিক লক্ষ্য-আদর্শ বাস্তবায়নে কাজ করছি।’
সভায় আনুপাতিক নির্বাচন ব্যবস্থা (পিআর) নিয়েও কথা বলেন গণঅধিকার সভাপতি। তিনি বলেন, ‘আনুপাতিক হারে নির্বাচনের পক্ষে আমরা মতামত দিয়েছিলাম। কিন্তু অনেকেই বলছেন, এই পদ্ধতি রাজনৈতিক জটিলতা কিংবা নির্বাচন পেছানোর জন্য বলা হচ্ছে। আমরা তাদের স্মরণ করিয়ে দিতে চাই, আমাদের এই অবস্থান ছিল দল ঘোষণার সময় থেকে। সে সময় থেকে বলেছিলাম, গণপ্রতিনিধিত্বশীল সংসদের জন্য আমরা দ্বি-কক্ষবিশিষ্ট সংসদের পাশাপাশি আনুপাতিক হারে নির্বাচনও চাই।’ এদিকে, চট্টগ্রাম প্রেস ক্লাবে সকালে সাংবাদিকদের সঙ্গেও মতবিনিময় করেন নুর। এক প্রশ্নের জবাবে তিনি সম্প্রতি চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাফিয়াদের যে উৎপাত, তা বন্ধে যৌথবাহিনী নামানো দরকার বলে মন্তব্য করেন।
তিনি বলেন, ‘আগামী নির্বাচন পর্যন্ত নিয়মিত যৌথ বাহিনী অভিযান পরিচালনা করতে পারে। বিশেষ করে শিল্প এলাকা কেন্দ্রিক সন্ত্রাসী-চাঁদাবাজদের আধিপত্য বাড়ছে। যৌথ বাহিনী সুস্পষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে, আমর ধারণা এ পরিস্থিতির উন্নতি হতে পারে।