
কেন্দ্রীয় ছাত্রনেতার পিতার ইন্তেকালে ইসলামী ছাত্র আন্দোলন-এর শোক।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য মদিনা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক এরশাদুর রহমান এর সম্মানিত পিতা জনাব মুহাম্মাদ শফি আজ ২৯ মে’২৫ রাত ১২ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এরশাদুর রহমান এর পিতার ইন্তেকালে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর ও সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান।
আজ শুক্রবার এক যৌথ শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, কেন্দ্রীয় ছাত্রনেতা এরশাদুর রহমান এর পিতার এর ইন্তেকালে আমরা কেন্দ্রীয় মজলিসে আমেলার সকল দায়িত্বশীলই সমব্যথী। আল্লাহ্ তায়ালা মরহুমকে জান্নাতে সুউচ্চ মাকাম দান করুন, আমীন।
বার্তা প্রেরক
মুহাম্মাদ খাইরুল কবীর
কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ