কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের দাবিতে মানববন্ধন
রাজবাড়ীর গোয়ালন্দে কিন্ডার গার্টেন স্কুলে পড়ুয়া শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা- ২০২৫ এ কিন্ডার গার্টেন ও বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় অর্ন্তভূক্ত করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১ থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি ও লোটাস কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মামুনুর রশিদ, অধ্যক্ষ খন্দকার আব্দুর রউফ, শহিদুল ইসলাম, আজিম ইসলাম, মো: সেকেন্দার, মো: নাহিদুল ইসলাম, শফিকুর রহমান, আসলাম খান প্রমুখ।
মাবনবন্ধনে গোয়ালন্দের ২০টি কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ কয়েক'শ মানুষ অংশ নেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য দূরীকরণে এদেশের ছাত্র জনতা জীবন দিয়েছে। কিন্ডার গার্টেন স্কুলের সাথে এমন বৈষম্য কখনই আমরা মেনে নেবো না। কিন্ডার গার্টেন স্কুলের প্রাথমিক শিক্ষার্থীদের বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অন্তর্ভুক্তি করে বৃত্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দিতে হবে। এসময় বক্তারা প্রধান উপদেষ্টা সুদৃষ্টি কামনা করেন।