
কর্ণফুলী থানাধীন চরপাথরঘাটা এলাকায় অভিযানে ৯০০ পিস ইয়াবা সহ ০১ জন গ্রেফতার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো কার্যালয় এর সম্মানীয় উপপরিচালক জনাব হুমায়ুন কবির খন্দকার এর সার্বিক নির্দেশনায় উপপরিদর্শক জনাব ছানাউল্লাহ্ মিয়া এর নেতৃত্বে একটি টিম সন্ধ্যা প্রায় ০৭:০০ ঘটিকায় চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন চরপাথরঘাটা এলাকায় অভিযানে আসামী গোল বাহার (৪০) কে ৯০০ পিস ইয়াবা সহ গ্রেফতার করে মামলা দায়ের করা হয়।গ্রেফতারকৃত আসামী-(০১) গোলবাহার (৪০)(গ্রেফতার), স্বামী: মো: হামিদ হোসেন, পিতা: আব্দুল গফুর, মাতা: হালিমা খাতুন, সাং: কম্বোনিয়া পাড়া, মধ্যম হ্নীলা, ওয়ার্ড নং-০৯, হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ, থানা: টেকনাফ, জেলা: কক্সবাজার।