
“কচুয়া বনাম হাজীগঞ্জ প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাজীগঞ্জ একাদশ
“মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প কিছু নাই”—এই উদ্দীপনামূলক স্লোগানকে সামনে রেখে কচুয়া বনাম হাজীগঞ্জ প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে এক উৎসবমুখর পরিবেশে।
রবিবার বিকেলে কচুয়া উপজেলার মনপুরা নুরুল আজাদ কলেজ মাঠে আয়োজিত এই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ হেলাল চৌধুরী। উদ্বোধনের পর তিনি কচুয়া একাদশের খেলোয়াড় হিসেবে মাঠে খেলায় অংশগ্রহণও করেন, যা দর্শকদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ যোগায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুল ইসলাম, কচুয়া প্রেস ক্লাবের সভাপতি আতাউল করিম, বাতাবাড়িয়া জাফর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তফা কামাল, উপজেলা ক্রীড়া সংস্থার ম্যানেজার নাছির আলম নসু এবং বিশিষ্ট ক্রীড়াবিদ আবুল কালাম আজাদ ও জাফরুল ইসলাম।
এই প্রীতি ম্যাচে হাজীগঞ্জ একাদশ শক্ত প্রতিদ্বন্দ্বিতা করে কচুয়া একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়নের মুকুট ছিনিয়ে নেয়। পুরো খেলা ছিলো টানটান উত্তেজনায় ভরপুর, এবং উভয় দলের খেলোয়াড়দের নৈপুণ্য মুগ্ধ করে দর্শকদের।
এ সময় মাঠে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
খেলার শেষে বিজয়ী দলকে পুরস্কার প্রদান করা হয়। আয়োজকরা জানান, সমাজ থেকে মাদক ও সন্ত্রাস দূর করতে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।