, বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ফুলবাড়ীতে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা প্রত্যাহারের পাঁচ দফা দাবিতে উত্তাল ছাত্র-জনতা গোয়ালন্দে হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন আয়োজিত প্রীতি ফুটবল ম‍্যাচে পাবনা নগরবাড়ী জয়ী ব্রাহ্মণবাড়িয়া-২-আসনের সীমানা পুর্নবিন্যাসের প্রতিবাদে বিজয়নগরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল- মহাসড়ক অবরোধ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বাঞ্ছারামপুরে আলোচিত শাহিনুর হত্যাকান্ডের রহস্য উদঘাটন আদালত চত্বরে ডিম নিক্ষেপের ঘটনায় ছাত্রদলের পাঁচ নেতাকর্মী আটক সরাইলে ছিনতাইকারীদের হামলায় ব্যবসায়ী নিহত আলীকদমে পিআইও’র বিরুদ্ধে বিল আটকে রাখার অভিযোগে চেয়ারম্যান-মেম্বারদের ঘেরাও কর্মসূচি জাতীয় মাদকবিরোধী অভিযানে চকরিয়ায় ১০ জন গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড টেকনাফে ভয়ংকর অস্ত্রভাণ্ডারসহ শীর্ষ সন্ত্রাসী ‘শফি ডাকাত’ গ্রেপ্তার

কক্সবাজার সিটি কলেজের ছাত্রী রিমার অভূতপূর্ব সাফল্য অর্জন

  • প্রকাশের সময় : ০২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • ৯৬ পড়া হয়েছে

দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ কক্সবাজার সিটি কলেজ তার সুনাম অক্ষুন্ন রেখেছে অনার্স ২য় বর্ষের ২০২৩ সালের চূড়ান্ত ফলাফলে। এ বছর পদার্থবিজ্ঞান বিভাগ থেকে রওশান জান্নাত রিমা অভূতপূর্ব সাফল্য অর্জন করে পুরো বিভাগকে গর্বিত করেছেন। তিনি সর্বোচ্চ স্কোরের (৪.০০) মধ্যে ৩.৯৬ জিপিএ অর্জন করেছেন।
রিমার এই অর্জন কেবল পরীক্ষার ফলাফলে সীমাবদ্ধ নয়—শিক্ষার প্রতি তার নিষ্ঠা ও দায়িত্ববোধ ছিল অসাধারণ। নিয়মিত ক্লাসে উপস্থিতির হার ছিল ৯৯%, যা তাকে একজন আদর্শ শিক্ষার্থীর মর্যাদায় অধিষ্ঠিত করেছে।শিক্ষাজীবনের পূর্বসূত্র
রিমা কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার শাপলাপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ ৫.০০ এবং কক্সবাজার সিটি কলেজ থেকেই এইচএসসিতেও জিপিএ ৫.০০ পেয়ে উত্তীর্ণ হন। তার বাবা মিজানুর রহমান, একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, যিনি মেয়ের এই সাফল্যে অত্যন্ত গর্বিত।
কৃতজ্ঞতা ও অনুভূতি
রিমা বলেন,“৩.৯৬ পেয়ে আমি খুবই খুশি, যদিও আশা করেছিলাম আরও ভালো হবে। আমি চেষ্টা করেছি ভালো কিছু করার। আমার ডিপার্টমেন্টের শিক্ষক ও সহপাঠীদের প্রতি কৃতজ্ঞ। তারা পাশে না থাকলে এটা সম্ভব হতো না। পদার্থবিজ্ঞান কঠিন বিষয় হলেও নিয়মিত ক্লাস আর অধ্যবসায় থাকলে এখানে ভালো করা সম্ভব। ডিপার্টমেন্টের শিক্ষকরা এতটাই সহানুভূতিশীল ও হেল্পফুল, তা ভাষায় প্রকাশ করা কঠিন।”শিক্ষকদের প্রতিক্রিয়া
পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জেবুননেছা বলেন,“আমাদের বিভাগ ধারাবাহিকভাবে ভালো ফলাফল করে আসছে। শিক্ষকদের নিবেদন এবং শিক্ষার্থীদের আগ্রহের কারণেই এটা সম্ভব হচ্ছে। ভবিষ্যতে আমাদের লক্ষ্য আরও বড়। তিনি বলেন, ৪র্থ বর্ষের রেলি আকতার, জিপিএ ৩.৮৮, তারিক হোসেন, জিপিএ ৩.৮৩ (২০২২ সালের সর্বোচ্চ ফলাফলধারী, জিপিএ ৩.৭৭) অর্জন করে।”প্রভাষক জাহাঙ্গীর আলম বলেন,
“বিভাগীয় প্রধানের নেতৃত্ব ও শিক্ষকদের নিরলস পরিশ্রম শিক্ষার্থীদের সফলতার পেছনে সবচেয়ে বড় অবদান রাখছে। আমাদের সবাই মিলে একটি সহযোগী পরিবেশ তৈরি করতে পেরেছি বলেই এই ফলাফল।”
কলেজ প্রশাসনের অভিনন্দন
অধ্যক্ষ অধ্যাপক আকতার চৌধুরী বলেন,“পদার্থবিজ্ঞান বিভাগের এই ফলাফল আমাকে আনন্দিত করেছে। আমি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞ। আমার বিশ্বাস, ভবিষ্যতে এই বিভাগ আরও উচ্চতায় পৌঁছবে।

ফুলবাড়ীতে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা প্রত্যাহারের পাঁচ দফা দাবিতে উত্তাল ছাত্র-জনতা

কক্সবাজার সিটি কলেজের ছাত্রী রিমার অভূতপূর্ব সাফল্য অর্জন

প্রকাশের সময় : ০২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ কক্সবাজার সিটি কলেজ তার সুনাম অক্ষুন্ন রেখেছে অনার্স ২য় বর্ষের ২০২৩ সালের চূড়ান্ত ফলাফলে। এ বছর পদার্থবিজ্ঞান বিভাগ থেকে রওশান জান্নাত রিমা অভূতপূর্ব সাফল্য অর্জন করে পুরো বিভাগকে গর্বিত করেছেন। তিনি সর্বোচ্চ স্কোরের (৪.০০) মধ্যে ৩.৯৬ জিপিএ অর্জন করেছেন।
রিমার এই অর্জন কেবল পরীক্ষার ফলাফলে সীমাবদ্ধ নয়—শিক্ষার প্রতি তার নিষ্ঠা ও দায়িত্ববোধ ছিল অসাধারণ। নিয়মিত ক্লাসে উপস্থিতির হার ছিল ৯৯%, যা তাকে একজন আদর্শ শিক্ষার্থীর মর্যাদায় অধিষ্ঠিত করেছে।শিক্ষাজীবনের পূর্বসূত্র
রিমা কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার শাপলাপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ ৫.০০ এবং কক্সবাজার সিটি কলেজ থেকেই এইচএসসিতেও জিপিএ ৫.০০ পেয়ে উত্তীর্ণ হন। তার বাবা মিজানুর রহমান, একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, যিনি মেয়ের এই সাফল্যে অত্যন্ত গর্বিত।
কৃতজ্ঞতা ও অনুভূতি
রিমা বলেন,“৩.৯৬ পেয়ে আমি খুবই খুশি, যদিও আশা করেছিলাম আরও ভালো হবে। আমি চেষ্টা করেছি ভালো কিছু করার। আমার ডিপার্টমেন্টের শিক্ষক ও সহপাঠীদের প্রতি কৃতজ্ঞ। তারা পাশে না থাকলে এটা সম্ভব হতো না। পদার্থবিজ্ঞান কঠিন বিষয় হলেও নিয়মিত ক্লাস আর অধ্যবসায় থাকলে এখানে ভালো করা সম্ভব। ডিপার্টমেন্টের শিক্ষকরা এতটাই সহানুভূতিশীল ও হেল্পফুল, তা ভাষায় প্রকাশ করা কঠিন।”শিক্ষকদের প্রতিক্রিয়া
পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জেবুননেছা বলেন,“আমাদের বিভাগ ধারাবাহিকভাবে ভালো ফলাফল করে আসছে। শিক্ষকদের নিবেদন এবং শিক্ষার্থীদের আগ্রহের কারণেই এটা সম্ভব হচ্ছে। ভবিষ্যতে আমাদের লক্ষ্য আরও বড়। তিনি বলেন, ৪র্থ বর্ষের রেলি আকতার, জিপিএ ৩.৮৮, তারিক হোসেন, জিপিএ ৩.৮৩ (২০২২ সালের সর্বোচ্চ ফলাফলধারী, জিপিএ ৩.৭৭) অর্জন করে।”প্রভাষক জাহাঙ্গীর আলম বলেন,
“বিভাগীয় প্রধানের নেতৃত্ব ও শিক্ষকদের নিরলস পরিশ্রম শিক্ষার্থীদের সফলতার পেছনে সবচেয়ে বড় অবদান রাখছে। আমাদের সবাই মিলে একটি সহযোগী পরিবেশ তৈরি করতে পেরেছি বলেই এই ফলাফল।”
কলেজ প্রশাসনের অভিনন্দন
অধ্যক্ষ অধ্যাপক আকতার চৌধুরী বলেন,“পদার্থবিজ্ঞান বিভাগের এই ফলাফল আমাকে আনন্দিত করেছে। আমি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞ। আমার বিশ্বাস, ভবিষ্যতে এই বিভাগ আরও উচ্চতায় পৌঁছবে।