কক্সবাজার শহরের কলাতলী সৈকতে আজ মঙ্গলবার ঝটিকা মিছিল বের করে যুবলীগের কয়েকজন নেতা-কর্মী। ৫৯ সেকেন্ডের মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ তৎপর হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, কলাতলীর হাঙর ভাস্কর্য মোড় থেকে সকাল ছয়টার দিকে মিছিলটি বের হয়ে সুগন্ধা সৈকত এলাকায় এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলা যুবলীগের নেতা মুনাফ সিকদার।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ২০-২৫ জনের মিছিলের সামনে একটি ব্যানার। তাতে লেখা ‘শেখ হাসিনা আসবেই, বাংলাদেশ হাসবেই’। আয়োজনে বাংলাদেশ যুবলীগ-কক্সবাজার জেলা। মিছিলের অগ্রভাগে ছিলেন যুবলীগ নেতা মুনাফ সিকদার। তাঁর পরনে ছিল লাল টি-শার্ট।
প্রত্যক্ষদর্শী কয়েকজন ব্যবসায়ী জানান, সকালে ছয়টার দিকে হোটেল-মোটেল জোনের কলাতলী সৈকত সড়কটি ফাঁকা ছিল। অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। এ সময় যুবলীগের ঝটিকা মিছিলটি বের করা হয়। বিক্ষোভকারীদের অনেকে মুখে মাস্ক ছিল। মিছিল শেষে সুগন্ধা পয়েন্টে কয়েক মিনিটের সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন মুনাফ সিকদার। সেখানে লোকসমাগম বাড়তে থাকলে বিক্ষোভকারীরা চলে যান।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান বলেন, ভিডিও ফুটেজ দেখে মিছিলকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে বিকেল পাঁচটা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।