
কক্সবাজারে ১ লাখ ১৪ হাজার পিস ইয়াবাসহ তিন নারী আটক
কক্সবাজারের রামুতে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে উদ্ধার হয় ১ লাখ ১৪ হাজার পিস ইয়াবা, যার বাজারমূল্য প্রায় ৩ কোটি ৪২ লাখ টাকা।
বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর অধীন মরিচ্যা যৌথ চেকপোস্টের একটি বিশেষ টহল দল রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের গোয়ালিয়া এলাকায় অভিযান চালায়। সিএনজি অটোরিকশায় ভ্রমণরত তিন নারী যাত্রীর শরীরে বিশেষ কৌশলে লুকানো ইয়াবাগুলো সনাক্ত করে তারা।আটক তিন নারীর পরিচয় নিশ্চিত করেছে বিজিবি
আটক তিন নারীর পরিচয় নিশ্চিত করেছে বিজিবি।
সাবেকুন নাহার (৪০) আমিনা আক্তার (৩০) সুমাইয়া আক্তার (২১) তিনজনেরই বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম রংগীখালী এলাকায়।বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাচারকারীরা মিয়ানমার সীমান্ত এলাকা থেকে ইয়াবার চালান সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহের চেষ্টা করছিল।আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে নিশ্চিত করেছে বিজিবি। একই সঙ্গে, মাদকচক্রের মূল হোতাদের শনাক্তে গোয়েন্দা তদন্তও জোরদার করা হয়েছে।