উখিয়া থেকে মাদকের চালান নিয়ে ফেরার পথে মোটর বাইক ও ইয়াবা সহ যুবক আটক।
সুত্র জানায়, গতকাল ২৭মে রাত সোয়া ১১টারদিকে উখিয়া ৬৪বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ হোয়াইক্যং বিওপি চেকপোস্ট এলাকায় জোরদারকৃত বিশেষ টহলদল উখিয়া থেকে টেকনাফগামী একটি মোটর সাইকেল চেকপোস্টের নিকট আসলে, কর্তব্যরত বিজিবি সদস্যগণ মেইন রোডে ব্লক দিয়ে থামানোর চেষ্টা করে। উক্ত মোটর সাইকেল আরোহী থামানোর পরিবর্তে দ্রূত স্থান ত্যাগ করে পালিয়ে যাওয়া সময় কর্তব্যরত বিজিবি সদস্য কর্তৃক পিছন থেকে বাঁশ দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে পড়ে যায়।
পরে বিজিবি টহলদল হ্নীলা পুরান বাজার কাস্টমস ঘাট এলাকার মোঃ রবিউল হোসেন প্রকাশ আনসারের পুত্র মোঃ ইকরাম ওরফে একরাম (২৯) কে আটক করে। এরপর তার কাঁধে রক্ষিত ব্যাগে প্লাস্টিকের ট্যাপ দ্বারা প্যাচানো ১ লক্ষ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।
ধৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, উল্লিখিত ইয়াবা টাকার বিনিময়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
উখিয়া ৬৪বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ জসিম উদ্দিন (পিএসসি) জানান, এই ব্যাপারে আটক আসামী ও জব্দকৃত ইয়াবা এবং মোটর সাইকেল নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।