
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বর্বরতা যেনো কোন ভাবেই থামছে না। গত কয়েক দিন আগে চলমান আগ্রাসনে, এখন পর্যন্ত নিহতের সংখ্যা ছাড়িছে ৩০০শ’ অধিক এবং আহত কয়েক গুণ। যার অধিকাংশই ছিলো নারী ও শিশু, নৃশংস এই হামলায় অসংখ্য ফিলিস্তিনির মৃত দেহের টুকরো টুকরো অংশ এদিকে সেদিন পরে থাকতে দেখা গেছে। হাসপাতালে চিকিৎসারত নিরস্ত্র অসুস্থ মানুষের ওপর হামলা করা, যুদ্ধাপরাধ তো বটেই সেই সাথে কাপুরুষতারও চূড়ান্ত। পরিহাস হলো, কথিত সভ্য দেশের রাষ্ট্রপ্রধানরা কাপুরুষদেরই সমর্থন করছে। তবে আমরা আশাবাদী, আজ হোক বা কাল কাপুরুষদের পরাজয় হবেই ইনশাআল্লাহ। মজলুমদের আকুতি আল্লাহ কবুল করবেন, আসুন সবাই মিলে ফিলিস্তিনের মুসলিম ভাই বোনদের পাশে দাঁড়ায় এবং তাদের জন্য মহান আল্লাহর নিকট মন খুলে দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেনো অসহায় ফিলিস্তিনি মুসলিম উম্মাহকে হেফাজত করেন! আমিন।