ইফতার ও নবীনবরণ অনুষ্ঠান চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ, কবি নজরুল সরকারি কলেজের উদ্যোগে।
গতকাল ঢাকার কবি নজরুল সরকারি কলেজের বি-ভবনে চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে এক বর্ণাঢ্য ইফতার ও নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি মো: আরমান হোসেন। সাধারণ সম্পাদক মো: মেহেদী হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার কচুয়া উপজেলার কৃতি সন্তান এবং গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির গণমাধ্যম বিষয়ক সহ-সম্পাদক জনাব এনায়েত হাসিব। তিনি চাঁদপুর জেলা থেকে আগত ছাত্রদের উদ্দেশ্যে কর্মমুখী শিক্ষার গুরুত্ব ও ভবিষ্যৎ কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
এছাড়াও বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা নূর নবী পলাশ, মাসুম পাটোয়ারী, গাজী জাকির হোসেন এবং জিল্লার রহমান অভ্রসহ আরও অনেকেই।
অনুষ্ঠানে চাঁদপুর জেলার বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আলোচনা শেষে সকলের কল্যাণ কামনায় দোয়া করা হয় এবং ইফতার আয়োজনের মাধ্যমে মিলিত হন সবাই। মাগরিবের নামাজ শেষে নবীন ছাত্রদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়, যা অনুষ্ঠানে এক অনন্য সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করে।