, মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ফুলবাড়ীতে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা প্রত্যাহারের পাঁচ দফা দাবিতে উত্তাল ছাত্র-জনতা গোয়ালন্দে হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন আয়োজিত প্রীতি ফুটবল ম‍্যাচে পাবনা নগরবাড়ী জয়ী ব্রাহ্মণবাড়িয়া-২-আসনের সীমানা পুর্নবিন্যাসের প্রতিবাদে বিজয়নগরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল- মহাসড়ক অবরোধ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বাঞ্ছারামপুরে আলোচিত শাহিনুর হত্যাকান্ডের রহস্য উদঘাটন আদালত চত্বরে ডিম নিক্ষেপের ঘটনায় ছাত্রদলের পাঁচ নেতাকর্মী আটক সরাইলে ছিনতাইকারীদের হামলায় ব্যবসায়ী নিহত আলীকদমে পিআইও’র বিরুদ্ধে বিল আটকে রাখার অভিযোগে চেয়ারম্যান-মেম্বারদের ঘেরাও কর্মসূচি জাতীয় মাদকবিরোধী অভিযানে চকরিয়ায় ১০ জন গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড টেকনাফে ভয়ংকর অস্ত্রভাণ্ডারসহ শীর্ষ সন্ত্রাসী ‘শফি ডাকাত’ গ্রেপ্তার

আলীকদমে পিআইও’র বিরুদ্ধে বিল আটকে রাখার অভিযোগে চেয়ারম্যান-মেম্বারদের ঘেরাও কর্মসূচি

  • প্রকাশের সময় : ০৭:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • ৩৫ পড়া হয়েছে

আলীকদমে পিআইও’র বিরুদ্ধে বিল আটকে রাখার অভিযোগে চেয়ারম্যান-মেম্বারদের ঘেরাও কর্মসূচি

বান্দরবানের আলীকদম উপজেলায় উন্নয়ন প্রকল্পের বিল অনুমোদনে দীর্ঘসূত্রিতার অভিযোগ তুলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কে এম নজরুল ইসলামের অফিস ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা।
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টা থেকে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি শুরু হয় উপজেলা পিআইও কার্যালয়ের সামনে। এতে অংশ নেন আলীকদম ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দিন, নয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এম কফিল উদ্দিন, কুরুকপাতা ইউনিয়নের চেয়ারম্যান ক্রাতপুং ম্রোসহ চারটি ইউনিয়নের সব ওয়ার্ড সদস্য।
নির্মাণকাজ সম্পন্ন হলেও ২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় কিস্তির আওতায় নেওয়া প্রকল্পগুলোর বিল অনুমোদনের ফাইল পিআইও দীর্ঘদিন আটকে রেখেছেন বলে অভিযোগ করেন তারা। এতে আর্থিকভাবে বিপাকে পড়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
চেয়ারম্যান-মেম্বাররা বলেন, পিআইও নজরুল ইসলাম সকাল ১০টায় আলোচনার জন্য তাদের অফিসে ডাকলেও তিনি নিজে অনুপস্থিত ছিলেন। মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
তারা জানান, দুই দিনের মধ্যে বিল অনুমোদন না হলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদটি বর্তমানে শূন্য। থানছির ইউএনও অতিরিক্ত দায়িত্বে থাকলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
তবে সদ্য বিদায়ী ইউএনও মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন সম্প্রতি এক অনুষ্ঠানে বলেন, “যেসব প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে, সেগুলোর বিল পরিশোধে আমি পিআইওকে নির্দেশ দিয়েছি।”
বিষয়টি নিয়ে একাধিকবার চেষ্টা করেও পিআইও নজরুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি। তবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কার্য সহকারী আঙ্গুর মিয়া বলেন, “বিল না পাওয়ায় চেয়ারম্যান-মেম্বাররা ক্ষুব্ধ হয়ে অফিসে আসেন। সে সময় স্যার অফিসে ছিলেন না।”

ফুলবাড়ীতে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা প্রত্যাহারের পাঁচ দফা দাবিতে উত্তাল ছাত্র-জনতা

আলীকদমে পিআইও’র বিরুদ্ধে বিল আটকে রাখার অভিযোগে চেয়ারম্যান-মেম্বারদের ঘেরাও কর্মসূচি

প্রকাশের সময় : ০৭:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

আলীকদমে পিআইও’র বিরুদ্ধে বিল আটকে রাখার অভিযোগে চেয়ারম্যান-মেম্বারদের ঘেরাও কর্মসূচি

বান্দরবানের আলীকদম উপজেলায় উন্নয়ন প্রকল্পের বিল অনুমোদনে দীর্ঘসূত্রিতার অভিযোগ তুলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কে এম নজরুল ইসলামের অফিস ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা।
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টা থেকে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি শুরু হয় উপজেলা পিআইও কার্যালয়ের সামনে। এতে অংশ নেন আলীকদম ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দিন, নয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এম কফিল উদ্দিন, কুরুকপাতা ইউনিয়নের চেয়ারম্যান ক্রাতপুং ম্রোসহ চারটি ইউনিয়নের সব ওয়ার্ড সদস্য।
নির্মাণকাজ সম্পন্ন হলেও ২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় কিস্তির আওতায় নেওয়া প্রকল্পগুলোর বিল অনুমোদনের ফাইল পিআইও দীর্ঘদিন আটকে রেখেছেন বলে অভিযোগ করেন তারা। এতে আর্থিকভাবে বিপাকে পড়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
চেয়ারম্যান-মেম্বাররা বলেন, পিআইও নজরুল ইসলাম সকাল ১০টায় আলোচনার জন্য তাদের অফিসে ডাকলেও তিনি নিজে অনুপস্থিত ছিলেন। মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
তারা জানান, দুই দিনের মধ্যে বিল অনুমোদন না হলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদটি বর্তমানে শূন্য। থানছির ইউএনও অতিরিক্ত দায়িত্বে থাকলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
তবে সদ্য বিদায়ী ইউএনও মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন সম্প্রতি এক অনুষ্ঠানে বলেন, “যেসব প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে, সেগুলোর বিল পরিশোধে আমি পিআইওকে নির্দেশ দিয়েছি।”
বিষয়টি নিয়ে একাধিকবার চেষ্টা করেও পিআইও নজরুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি। তবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কার্য সহকারী আঙ্গুর মিয়া বলেন, “বিল না পাওয়ায় চেয়ারম্যান-মেম্বাররা ক্ষুব্ধ হয়ে অফিসে আসেন। সে সময় স্যার অফিসে ছিলেন না।”