
আবু সাঈদের পরিবার নিয়ে বিরূপ মন্তব্য, কনস্টেবল ক্লোজড
গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের পরিবার নিয়ে বিরূপ মন্তব্য করায় পিরোজপুরে এক পুলিশ কনস্টেবলকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। অভিযুক্ত কনস্টেবল মাসুদ রেজা পিরোজপুর জেলা আদালতে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, বুধবার রাত ১১টার দিকে জেলা জজ আদালতের ক্যাম্প থেকে বেরিয়ে সামনের চায়ের দোকানে যান কনস্টেবল মাসুদ। সেখানে সামাজিক মাধ্যমে গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে হামলা-সংঘর্ষের ভিডিও দেখে নানাজন নানা কথা বলছিলেন। এ সময় কনস্টেবল মাসুদ ওই বিরূপ মন্তব্য করলে উপস্থিত কয়েকজন তাঁকে ঘিরে ধরেন। খবর পেয়ে পিরোজপুর থানার পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে নিয়ে আসে। রাতেই পিরোজপুর পুলিশ সুপার ওই কনস্টেবলের বিরুদ্ধে ব্যবস্থা নেন।
বৃহস্পতিবার পিরোজপুর সদর থানার ওসি রবিউল ইসলাম সাংবাদিকদের জানান, কনস্টেবল মাসুদকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জানান, অভিযুক্ত পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।