টেকনাফ উপজেলার হোয়াইক্যাং ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের একটি গ্রাম কম্বনিয়া পাড়া। এই এলাকার শতকরা ৭০% মানুষ ক্ষেত কামার করে জীবীকা নির্বাহ করে।কিন্তুু অতীব দুঃখের সাথে সাধারণ মানুষ বলে আমরা ভাল নেই কারণ ২০১৯ সালের পর থেকে পাহাড়ে রোহিঙ্গা ডাকাতের সাথে স্থানীয় কিছু মানুষ মিলে আমাদের গ্রামটাকে নরকে পরিণত করেছে। এখন এই গ্রামে খুন,ডাকাতি, অপহরণ থেকে শুরু করে এমন কোন অপকর্ম নেই হচ্চেনা।গ্রামের কয়েকজনের সাথে কথা বলে জানতে পারি অপহরণের ভয়ে পরিত্যাক্ত হয়ে আছে শত শত একর জমি,যার কারণে কৃষি পরিবারের জীবন কাটছে অতি দূরাবস্থায় যা দারীদ্র সীমানা পার করে ফেলছে।অত্র এলাকায় কারা অপহরণ চক্রের সাথে জড়ীত সাধারণ মানুষ জানলে ও মুখ খোলার সাহস পাচ্ছেনা।এই অপহরণের জের ধরে প্রশাসন অনেকবার অভিযান পরিচালনা করেন এতে কোন ফলপ্রসু হচ্ছেনা।বরং আরো বেপরোয়া হয়ে উঠছে অপহরণ চক্রের দল।এরা দিন দুপুরে দেশীয় বন্দুক নিয়ে সাধারণ জনগন সামনে খোলামেলা চলাফেরা করে আসছে।এই বিষয় নিয়ে প্রশাসনের বিভিন্ন মহলে যোগাযোগ করে জানতে পারি কে বা কারা অপহরণ চক্রের সাথে জড়িত তাদেরকে গ্রেফতারের জন্য প্রক্রিয়াধীন আছে।০৯ নং ওয়ার্ডের সচেতন মহল থেকে শুরু করে প্রত্যেকের দাবী সেনাবাহিনীকে সাথে নিয়ে যৌথ অভিযান পরিচালনা করা।