
অবৈধভাবে তৈরি অটোরিকশার কারখানা ক্রমেই বেড়ে চলছে চট্টগ্রাম মহানগরীতে।
চট্টগ্রাম মহানগর প্রায় ১৭০ বর্গ কিলোমিটার উক্ত শহরে প্রধান সড়কের চেয়ে শাখা-সড়ক ও গলি-সড়ক অনেক বেশি।
এই সুযোগ কাজে লাগিয়ে যেখানে সেখানে অপরিকল্পিত ভাবে তৈরি করা হচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা এবং স্বল্প ও ক্ষুদ্র ব্যবসায়ীরা বৈধ অবৈধ তোয়াক্কা না করে ঝুঁকে পড়েছে ব্যাটারি রিকশার দিকে।
এই গাড়ি চালাচ্ছে অদক্ষ অনভিজ্ঞ চালক যার ফলে দিন দিন রাস্তার দুর্ঘটনা ও যানজট বৃদ্ধি পাচ্ছে
এই লাগামহীন গাড়ির লাগাম টেনে ধরার লক্ষ্যে ২৯ এপ্রিল (মঙ্গলবার) দুপুর ১২ টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করা হয়।
এবং চট্টগ্রাম মহানগর থেকে ব্যাটারি চালিত অটোরিকশা ও অবৈধভাবে তৈরি অটোরিকশার কারখানা গুলি বন্ধ করতে ও সরানোর জন্য আবেদন করা হয়।