
অনুমতি ছাড়া বাসা তল্লাশি: ২৭ লাখ টাকা নিজের কাছে রাখায় ডিবি কর্মকর্তা বরখাস্ত
বাসা তল্লাশি করে ২৭ লাখ টাকা হেফাজতে রাখেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক সহকারী কমিশনার মো. সাজ্জাদুর রহমান। এ অভিযোগে চাকরি থেকে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব নাসিমুল গনি।
এতে বলা হয়, মো. সাজ্জাদুর রহমান বর্তমানে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত। তিনি এর আগে গোয়েন্দা রমনা বিভাগে সহকারী পুলিশ কমিশনার ছিলেন। শেরেবাংলা নগর থানার মামলার আসামি গ্রেপ্তার ও আলামত উদ্ধারের নামে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ৭ ফেব্রুয়ারি নড়াইলের ভাওয়া এলাকায় যান। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে আসামি মো. আলিমুজ্জামান সৈকতকে আটক করেন। তার বাসা তল্লাশি করে ২৭ লাখ টাকা পান। সেই টাকা বিধি বহির্ভূতভাবে হেফাজতে রাখেন সহকারী কমিশনার মো. সাজ্জাদুর রহমান। পরবর্তীতে এ বিষয়ে জিজ্ঞাসাবাদে তিনি ২২ লাখ টাকার কথা স্বীকার করেন। এছাড়া ঘটনাস্থলে মামলা সম্পর্কিত প্রযুক্তিগত আলামত (পিসি, ল্যাপটপ ও অনুরূপ সরঞ্জাম) থাকা সত্ত্বেও শূন্য জব্দ তালিকা তৈরি করেন। তিনি আসামি মো. আলিমুজ্জামান সৈকতকে আটক করে ছেড়ে দেওয়ার বিষয়টি গোপন রাখেন। পরবর্তীতে তিনি আসামি মো. আলিমুজ্জামান সৈকতের সঙ্গে হোয়াটস অ্যাপের মাধ্যমে ব্যক্তিগতভাবে যোগাযোগের বিষয়ে মিথ্যা তথ্য দেন। নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করেন। তার এসব কর্মকাণ্ড অসদাচরণের শামিল ও শাস্তিযোগ্য অপরাধ।
সাজ্জাদুর রহমান সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(খ) অনুসারে অসদাচরণের অপরাধে অভিযুক্ত। এ কারণে বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী ১৩ জুলাই থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি সাময়িক বরখাস্তকালীন খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।